আন্তর্জাতিক

মাইক্রোফোন ভেবে টর্চ ব্যবহার করলেন মমতা (ভিডিও)

By Daily Satkhira

November 30, 2017

মাইক্রোফোন ভেবে হাতে থাকা টর্চকেই ব্যবহার করতে দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। মুহুর্তের সেই ভুল এখন ভাইরাল হয়ে গেছে স্যোশাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় মাত্র ১৫ সেকেন্ডের ওই ভিজুয়ালে দেখা গেছে এক সন্ধ্যায় দলের সহকর্মীদের সঙ্গে মঞ্চে পায়চারি করছিলেন মমতা ব্যানার্জি। এসময়ই কিছু বলতে চান তিনি। হঠাৎ করেই তার ব্যক্তিগত নিরপত্তার দায়িত্বে থাকা এক সহকর্মীর হাত থেকে টর্চ চেয়ে নেন মমতা। পরে মাইক ভেবে সেই টর্চের সামনের দিকটি (আলো নির্গত হয়) নিজের মুখের সামনে ধরে বলতে শুরু করেন মুখ্যমন্ত্রী। আলোকিত হয়ে ওঠে মমতার মুখমন্ডল। সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকা ওই আরেক নিরাপত্তা কর্মীই তাকে সতর্ক করেন। পরে ভুল বুঝতে পেরে মমতাও টর্চটি তুলে দেন ওই নিরাপত্তা কর্মীর হাতে। এরপরই মঞ্চে দাঁড়িয়ে থাকে তৃতীয় নিরাপত্তা কর্মী স্টেজের নিচ থেকে মাইক্রোফোনটি নিয়ে তা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। বিষয়টি বুঝতে পেরে দর্শকআসনে বসে থাকা সকলেই হো-হো করে হেসে ওঠেন। মঞ্চে মমতার পাশে থাকা সহকর্মীদেরকেও মুখ চেপে হাসতে দেখা যায়। ২০১৬ সালের দুর্গোৎসব ও দিপাবলীর উৎসবে যোগ দিতেই একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা। তার সঙ্গেই স্টেজ শেয়ার করতে দেখা যায় দলের সাংসদ সুব্রত বক্সীকেও। যদিও কোন জায়গাই এই অনুষ্ঠানটি হয়েছিল তা জানা যায় নি। স্যোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর গত বছরের ওই ভিডিওটি ছড়িয়ে পড়তেই হাসির খোরাক হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। টুইটারে কেউ কেউ মুখ্যমন্ত্রীকে ‘ক্রেজি’ বলে আখ্যায়িত করেন। একজন আবার লিখেছেন ‘মুখ্যমন্ত্রী জানেন আলোর গতিবেগ শব্দের চেয়ে বেশি’।