জাহাঙ্গীর আলম (লিটন), কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় লিমা (১৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে কলারোয়া থানার অফিসার ইনর্চাজ বিপ্লব কুমার নাথ জানান, উপজেলার কেসমত ইলিশপুর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মাসুদ রানার স্ত্রী। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ায় ঝুলতে থাকে ওই গ্রহবধূ। এলাকাবাসীর দেওয়া খবর পেয়ে থানা পুলিশ ওই স্থান থেকে ঝুলন্ত গৃহবধূর লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করে। এদিকে নিহত গৃহবধুর স্বামী মাসুদ রানা জানায়, দীর্ঘ দিন ধরে তার স্ত্রী রোগ যন্ত্রায় ভুগছিলো। বাড়ির সকলের অজান্তে সে রোগ যন্ত্রণা সইতে না পেরে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা নং-৫১(১১)১৭ দায়ের হয়েছে।