তালা

পাটকেলঘাটায় ফেন্সিডিলসহ এক মহিলা আটক

By Daily Satkhira

November 30, 2017

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় ২০ বোতল ফেন্সিডিলসহ এক মহিলাকে আটক করেছে থানা পুলিশ। সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার সময় কুমিরা বাজার মোড় নামকস্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ যশোর শার্শা থানার বেলতলা গ্রামের আব্দুল কালামের স্ত্রী রিজিয়া বেগম (৪৫) এর কাছে থাকা ব্যাগে ভারতীয় নিষিদ্ধ ২০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে। রিজিয়া পাটকেলঘাটা থেকে ফেন্সিডিল গুলো নিয়ে যশোরের দিকে যাচ্ছিল বলে স্থানীয়রা জানান। এ ব্যাপারে পাটকেলঘাটা থানা ওসি(তদন্ত) উজ্বল মৈত্র জানান, গোপন সংবাদ পেয়ে কুমিরা বাজার মোড় থেকে যশোরগামী বাসের জন্য অপেক্ষায় থাকা অবস্থায় তার হাতের ব্যাগে অভিনব কায়দার রক্ষিত ফেন্সিডিল গুলো পাওয়া যায়। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-৯, তাং-৩০/১১/১৭ ইং।