সাতক্ষীরা

নারী কৃষকের স্বীকৃতি ও খাদ্য অধিকার আইনের দাবিতে গোলটেবিল বৈঠক

By daily satkhira

October 22, 2016

নিজস্ব প্রতিবেদক: নারী কৃষকের স্বীকৃতি ও খাদ্য অধিকার আইনের দাবিতে সাতক্ষীরায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্রেড ফর দ্যা ওয়াল্ড একশন এইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ গোলটেবিল বৈঠকটির আয়োজন করেন বে-সরকারি উন্নয়ন সংস্থা লিডার্স, প্রগতি, ও খানি, বাংলাদেশ। প্রগতির নির্বাহী পরিচালক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সঞ্চালনায় উক্ত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি  অধ্যক্ষ আব্দুল হামিদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, আনিসুর রহিম ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান। গোলটেবিল বৈঠকে উন্মুক্ত আলোচনায় অংশ নেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক ইয়ারব হোসেন, উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন, ন্যাপ সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি ও পরিবেশ রক্ষায় নারীরা মূখ্য ভূমিকা পালন করলেও পুরুষ শাসিত সমাজ তা কখনই স্বীকৃতি দিতে চায়না। নারী তার ঘরের, বাহিরের কাজের মূল্যয়ন ও কাজের সঠিক শ্রম মূল্য পায়না। নারীর অবস্থা পরিবর্তনে প্রয়োজন নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা। তাই পুরুষ শাসিত সমাজে নারীর বৈষম্য দূর করতে সবার আগে পুরুষের এগিয়ে আসতে হবে। বর্তমানে ৭১ শতাংশ নারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষিতে নিয়োজিত। তারপরও নারী শ্রমিকের কোন স্বীকৃতি নেই। নেই রাষ্টীয় কোন নীতি। গোলটেবিল বেঠক থেকে এ সময় নারী কৃষকের স্বীকৃতি দাবি করা হয় ।