নিজস্ব প্রতিবেদক: কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়রের প্রতিনিধি ছিলেন পৌর সচিব সাইফুল ইসলাম বিশ্বাস। সিভিল সার্জনের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. আরিফুজ্জামান। স্কুলের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, সিভিল সার্জন অফিসের জুনিয়ার স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহিনুর খাতুন, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক জগদ্বীশ কুমার হালদার, জেলা সেনেটারী ইন্সপেক্টর রথীন্দ্রন্থা সরকার, পৌর সভার টিকাদান সুপারভাইজার। এসময় ৫ থেকে ১২ বছর বয়স পর্যন্ত স্কুলের শিক্ষার্থীদের ১ টি করে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত এ ট্যাবলেট খাওয়ানো হবে।