প্রেসবিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ছেলে মাকছুদুর রহমান তোতার (২৪) সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মা সাজিদা বেগম। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে সাতক্ষীরা শহরের গড়েরকান্দা গ্রামের জুম্মান আলী সরদারের স্ত্রী সাজিদা বেগম বলেন, তার সাত মেয়ে ও তিন ছেলের মধ্যে সবার ছোট মাকছুদুর রহমান তোতা সাতক্ষীরা সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পাশ করেছে। গত ১৬ অক্টোবর‘১৬ তারিখে বাড়ি থেকে এশার নামায পড়তে গিয়ে নিখোঁজ হয় সে। এরপর তার ফোনে বারবার কল করা হলেও রিসিভ করেনি। পরদিন থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সংবাদ সম্মেলনে বলা হয়, এ ঘটনায় তারা সাতক্ষীরা সদর থানায় ডায়েরি করা হয়েছে। ডায়েরি নম্বর ৭৯৫/১৬। মাকছুদুর রহমান তোতার মা বলেন, তার ছেলের কোন সাংগঠনিক যোগাযোগ নেই। খেলাধূলা ও সংস্কৃতি চর্চায়ও তার অংশ গ্রহণ ছিল। সংবাদ সম্মেলনে তিনি ছেলের সন্ধান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেদিন থেকে সে নিখোঁজ হয়, সেদিন থেকেই তার কোন ছবি বা পরিচয়পত্র পাওয়া যাচ্ছে না। এ সময় আরও উপস্থিত ছিলেন, তোতার বাবা মো: জুম্মান আলী সরদার, বড়ভাই ওহিদুল ইসলাম, মেঝ ভাই ইদোল ইসলাম, সেঝ বোন আছমা খাতুন ও ভগ্নিপতি ফারুখ হোসেন।