শিক্ষা

জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা

By Daily Satkhira

December 02, 2017

সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সদর উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন ঘোষ। বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ইউনুস আলী, নির্বাচন কমিশনার বিভূতিরঞ্জন ও শফি উদ্দিন। এছাড়া নয়া কমিটির সভাপতি এনামুল হক, সহ-সভাপতি আমানউল্যাহ, সুকৃতি রায়, কৃষ্ণানন্দ মুখার্জী, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মন্ডল, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো. নজিবুল ইসলাম, কার্যকরী সদস্য বিএম সামছুল হক, অরূপ সাহা, হরি সাধন ঘোষ, এবাদুল হক, আতাউর রহমান, হালদার সহদেব কুমার, ফজলুর রহমান, ভোলানাথ চক্রবর্তীসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয় তাহলে শিক্ষকরাই জাতি গড়ার সৈনিক। শিক্ষকরা আলোকিত সমাজ বিনির্মাণের মাধ্যমে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত সোনার দেশ গড়তে নিরলসভাবে কাজ করেন। দেশ প্রেমিক সুনাগরিক বিজ্ঞান মনস্ক জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের ভাগ্যোন্নয়ন ছাড়া মধ্যম আয়ের দেশ কল্পনা করা অসম্ভব বলে মন্তব্য করে বক্তারা আরো বলেন, শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবি। সে দাবি আদায়ে শিক্ষকদের ঐক্যবদ্ধ থেকে ন্যায়ভিত্তিক সকল আন্দোলন সংগ্রামে স্থির প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির গৌরবময় অতীত ঐতিহ্যকে স্মরণ করে বক্তারা বলেন, ভাষা সৈনিক শেখ আমান উল্যাহ সারা দেশের শিক্ষকদের ভাগ্যোন্নয়নে সুমহান ব্রত নিয়ে এই সংগঠন গড়েছিলেন। বক্তারা ব্যর্থতার গ্লানি ভুলে নতুন উদ্দীপনায় শিক্ষক কর্মচারীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নয়া কমিটির দপ্তর সম্পাদক নজিবুল ইসলাম।