ফিচার

ভোমরা বন্দরে আমদানি-রপ্তানী কার্যক্রম রপ্তানি বন্ধ

By Daily Satkhira

December 02, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সি এন্ড এফ এজেন্টস কর্মচারী এ্যাসোসিয়েশন নির্বাচন ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে শনিবার সকাল থেকে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করছেন। ভোমরা সি এন্ড এফ এজেন্ট এ্যাসোয়িশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম ও কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন জানান, সি এন্ড এফ এজেন্টস কর্মচারী এ্যাসোসিয়েশনের নির্বাচন ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সকাল থেকে ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল রোববার থেকে যাথারিতি ভোমরা বন্দরে আগের মত চলবে। এদিকে, সি এন্ড এফ এজেন্টস কর্মচারী এ্যাসোসিয়েশন নির্বাচনে দুটি প্যানেল ২৫ জন ও স্বতন্ত্র ২জন সহ ২৭জন প্রার্থী অংশগ্রহন করছেন। সকাল থেকে ভোমরা বন্দর এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম জানান, সি এন্ড এফ এজেন্টস কর্মচারী এ্যাসোসিয়েশনের নির্বাচন ও ঈদে মিল্লাদুন্নবী উপলক্ষে আজ শনিবার ভোমরা স্থল বন্দরের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে, এ বন্দর দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। তিনি আরো জানান, আগামীকাল রোববার থেকে আবারও যাথারিতি ভোমরা বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম চলবে।