আসাদুজ্জামান : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস-২০১৭ উপলক্ষ্যে সাতক্ষীরায় র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলার ২৫ টি বেসরকারী উন্নয়ন সংস্থার আয়োজনে দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে সাতক্ষীরার শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যলীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা আরার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাসেম মোঃ মহিউদ্দীন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদও উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদ সদস্য এড. শাহানাজ পারভীন মিলি, সমাজসেবা কর্মকর্তা হারুনার রশিদ, চুপড়িয়া মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মরিয়ম মান্নান, জোড়দিয়া সততা সংস্থার পরিচালক শেখ হেদায়েতুল্লাহ প্রমুখ। বক্তারা এসময় বলেন, দেশ কল্যাণ, দারিদ্র বিমোচন, কর্মপরায়ন, উদ্বাভন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মানস ও মনন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের সকল এনজিও দেশ ও দেশের জন কল্যাণে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছে।