জাতীয়

যশোরে গুলিতে এনজিও কর্মকর্তা নিহত

By Daily Satkhira

December 02, 2017

যশোর উপশহরে সন্ত্রাসীদের গুলিতে গোলাম কুদ্দুস ভিকু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপশহরের সি-ব্লক এলাকায় নিজ বাড়ির কাছে সন্ত্রাসীরা তাকে গুলি করে। কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত ভিকু ‘প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থা’ নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) নির্বাহী পরিচালক ছিলেন। নিহত ভিকু উপশহর সি-ব্লকের ৫৬ নম্বর বাসার ইয়াসিন আলীর ছেলে।

নিহতের ভাই আবুল কালাম আজাদ ইকু বলেন, ‘ঘটনার সময় ভিকু বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একদল সন্ত্রাসী এসে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথেই তার মৃত্যু হয়।’

সি-ব্লকের বাসিন্দা ইউনুস আলী বলেন, ‘খুনিরা ভিকুকে গুলি করা ছাড়াও দু’টি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।’

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘ভিকুর মুখের বাম পাশে শটগানের গুলি লেগেছে। হাসপাতালের আনার আগেই তিনি মারা যান।’

পরিদর্শক আবুল বাশার বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালে এসেছি। খুনিদের গ্রেফতারের জন্য এলাকায় এখনই ফোর্স পাঠানো হচ্ছে।’

ভিকুকে কী কারণে খুন করা হয়েছে, তাৎক্ষণিকভাবে এলাকাবাসী বা পুলিশ তা জানাতে পারেনি।