ফিচার

শীতে তিনটি ‘সুপারমুন’ এর প্রথমটি দেখা যাবে আজ

By Daily Satkhira

December 03, 2017

আগামী তিনটি পূর্ণিমাতেই চাঁদ থাকবে পৃথিবীর কাছাকাছি। এটিকে ‘সুপারমুন ট্রিলজি’ আখ্যা দিয়েছে নাসা। পূর্ণিমার চাঁদকে এর ফলে একটু বেশি বড় ও উজ্জ্বল দেখাবে বলে জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। প্রথমটি দেখা যাবে আজ রবিবার। একে ‘সুপারমুন’ আখ্যা দিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে নেট দুনিয়ায়।

উপবৃত্তাকার কক্ষপথে পাক খেতে খেতে রবিবার পৃথিবীর কাছাকাছি চলে আসবে চাঁদ। আগামী ২ জানুয়ারি এবং ৩১ জানুয়ারির পূর্ণিমাতেও পৃথিবীর কাছে থাকবে চাঁদ। ৩১ জানুয়ারি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণও রয়েছে।

পৃথিবীকে এক বার পাক খেতে তার গড়ে সময় লাগে সাড়ে ২৭ দিন। এই সময়ের মধ্যে চাঁদ এক বার পৃথিবীর কাছে চলে আসে এবং এক বার দূরে চলে যায়। চাঁদ কক্ষপথের যে কোনও অবস্থানে থাকাকালীনই পূর্ণিমা হতে পারে।

রবিবার পূর্ণিমার সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কমে ৩ লাখ ৫৭ হাজার ৯৮৭ কিলোমিটার হবে। ২ জানুয়ারি তা হবে ৩ লাখ ৫৬ হাজার ৮৫০ কিলোমিটার। ৩১ জানুয়ারি পৃথিবীর থেকে ৩ লাখ ৬০ হাজার ২০০ কিলোমিটার দূরে থাকবে চাঁদ।