আশাশুনি

ডেইলি সাতক্ষীরায় সংবাদ প্রকাশ হওয়ায় অশাশুনিতে নগ্ননৃত্য ও জুয়ার আসর বন্ধ

By Daily Satkhira

December 03, 2017

আশাশুনি ব্যুরো : বিশ্বব্যাপী সাতক্ষীরার সবেচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ডেইলি সাতক্ষীরায় সংবাদ প্রকাশের পর ও আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএমডি মোস্তাকিম এর হস্তক্ষেপে অবশেষে বন্ধ হলো আশাশুনি উপজেলার খাজরায় অনুষ্ঠিত নগ্ন নৃত্য ও রমরমা জুয়ার আসর। বিগত কিছুদিন ধরে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের অন্তরালে এবং সুস্থ্য ধারার সামাজিক অনুষ্ঠানের নাম করে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে উপজেলার খাজরায় অশ্লীল নগ্ন নৃত্য ও রমরমা জুয়ার আসর চলে আসছিলো। এর ফলে এলাকার ছাত্র ও উঠতি বয়সী যুবকরা এসবের প্রতি আসক্ত হয়ে পড়ায় নৈতিক অবক্ষয় সহ সামাজিক শৃংঙ্খলা বিঘ্নিত হচ্ছিলো। এলাকার সচেতন মহল বিরোধিতা করেও এ অবৈধ্য কর্মকাণ্ড বন্ধ করতে পারছিলেন না। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ডেইলি সাতক্ষীরায় জুয়া ও নগ্ন নৃত্য বন্ধে সংবাদ প্রকাশ হয়। অবশেষে এলাকার অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এ অবৈধ্য কর্মকান্ড বন্দ করতে আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যানের দ্বারস্থ হন। শনিবার অভিভাবকদের অভিযোগ পেয়ে আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএমডি মোস্তাকিম বিষয়টি আমলে নিয়ে অবৈধ্য কর্মকান্ড বন্ধে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেন। এরই পরিপ্রেক্ষিতে উপজেলার খাজরা বাজারস্থ চর ভরাট বালির মাঠ থেকে শনিবার রাতেই নগ্ন নৃত্য ও জুয়ার আসর ভেঙ্গে ফেলা হয়।

এব্যাপারে জানতে চাইলে, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএমডি মোস্তাকিম জানান, ডেইলি সাতক্ষীরা ও দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকা দেখে এবং এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলার খাজরায় অনুষ্ঠিত অবৈধ্য কর্মকাণ্ড বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করি এবং এর ফলে শনিবার রাত থেকেই সেটি বন্ধ হয়ে যায়। এলাকাবাসী এ প্রতিবেককে জানান বরিবার সকালে মাঠটি খালি পড়ে থাকতে দেখা গেছে। তারা আরও বলেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান এমন তড়িৎ ব্যবস্থা নেওয়ায় এলাকার সচেতন মহল ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।