ফিচার

পিএইচডি করেও তিনি সাধারণ কৃষক!

By Daily Satkhira

December 04, 2017

সবার একটি স্বপ্ন বা নির্দিষ্ট কিছু করার ইচ্ছা থাকে। শিক্ষা শেষে কোনো বড় কোম্পানিতে চাকরি অথবা নিজেই কোনো বড় কোম্পানি খুলে বসার একটি প্রয়াস থাকে। কিন্তু এরকম কি কেউ ভাবে পিএইচডি করে আমি একজন সাধারণ কৃষক হবো! আমরা হলে হয়তো ভাবতাম, এতো পড়াশুনা করে কৃষক, অসম্ভব।

কিন্তু এমন ধারণাকেই সত্যি করেছেন চীনের শি ইয়ান। শি ইয়ান চীনের টিশিংঘুয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। কিন্তু পিএইচডি করে তিনি কোনো বড় কোম্পানি অফিসে যাননি বরং তিনি তার স্নাতক পাশ সহকর্মীদের থেকে ভিন্নভাবে জীবনযাপন করছেন। শি ইয়ান বেইজিংয়ে নিজের কৃষিকাজ প্রতিষ্ঠা করে, সেখানে একজন সাধারণ কৃষক হিসাবে কাজ করেন। এই কোম্পানি একটি নতুন ব্যবসা মডেলের অধীনে কাজ করে যেখানে প্রযোজকরা সরাসরি গ্রাহকের সঙ্গে সংযুক্ত থাকেন।প্রায় ২ হাজার পরিবার এই কোম্পানির কাছ থেকে তাদের পণ্য অর্ডার করেছে এবং ৭০০ এরও বেশি সদস্য সদস্য হয়েছেন। তারা ফল এবং সবজি, দুগ্ধজাত দ্রব্য বা মাংসের একটি সাপ্তাহিক বিতরণ পেয়ে থাকেন। এদিকে, শি ইয়ান এবং তার স্বামীর বর্তমান মাসিক আয় ৮ লাখ ইউয়ান।