জাতীয়

৫ কোটি না দিলে এমপি শওকতের জামিন বাতিল

By Daily Satkhira

December 04, 2017

দুই মাসের মধ্যে ৫ কোটি টাকা না দিলে নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মো. শওকত চৌধুরীর জামিন বাতিল হবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে এ বিষয়ে জারি করা রুল শুনানি শেষে গত ২২ অক্টোবর ৫০ দিনের মধ্যে ২৫ কোটি টাকা ঋণদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কমার্স ব্যাংকে জমা না দিলে এমপি মো. শওকত চৌধুরীর জামিন বাতিল হবে বলে আদেশ দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ। এরপর হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিলেন শওকত চৌধুরী।