অঙ্গ বদল এখন আর বিজ্ঞানের নতুন বিষয় নয়। কিডনি, যকৃত ইত্যাদি গুরুত্বপূর্ণ অঙ্গের প্রতিস্থাপনে মরণাপন্ন রোগীদের সুস্থ হয়ে ওঠার আখ্যান মাঝেমধ্যেই সামনে আসে। কিন্তু তাই বলে মাথা বদল? এমন অসম্ভবকেই এবার সম্ভব করে ফেলেছে বিজ্ঞান। দাবি করলেন ইতালির অধ্যাপক সার্জিও ক্যানাভারো।
নিউইয়র্ক পোস্টে প্রকাশিত খবর থেকে জানা গেছে, তুরিন অ্যাডভান্সড নিউরোমডিলিউশন গ্রুপের প্রধান অধ্যাপক সার্জিও ক্যানাভারো একজন বিতর্কিত ব্যক্তিত্ব। গত বছরই তিনি একটি বাঁদরের মাথা প্রতিস্থাপনে সফল হয়েছিলেন।
এবার তাঁর দাবি মানুষের মাথা প্রতিস্থাপনেও তিনি সফল হয়েছেন। চীনের চিকিৎসক জিওয়াওপিং রেনের নেতৃত্বে একটি দল এই সফল অস্ত্রোপচার করেছে।
ক্যানাভারো জানিয়েছেন, ‘এরপরের পদক্ষেপ হবে মস্তিষ্কের মৃত্যু হওয়া একজন মানুষের মাথা প্রতিস্থাপন।
সেই কাজে সাফল্য এলে এই গবেষণা পূর্ণতা পাবে বলে মন্তব্য করেছেন ক্যানাভারো। তবে বিতর্কিত এই মানুষটির দাবি আদৌ সত্যি কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। কেননা তিনি এই অস্ত্রোপচারের সপক্ষে কোনও মজবুত প্রমাণ প্রদর্শন করতে পারেননি।