শ্যামনগর

নুরনগরে প্রাইমারি স্কুলে মিড ডে মিল উদ্বোধন

By Daily Satkhira

December 05, 2017

নুরনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের ৫৯নং রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের শুভ উদ্বোধন করলেন এমপি জগলুল হায়দার। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে ও শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ‘মিড ডে মিল’ কর্মসূচি নিজ নির্বাচনী এলাকায় বাস্তবায়নের লক্ষ্যে সোমবার দুপুর ১ টায় শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে “মিড ডে মিল” এর ব্যবস্থা করেন সাতক্ষীরা – ৪ আসনের সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার। তিনি স্কুলে পৌছানো মাত্রই ছোট ছোট কমলমতি শিশুরা দল বেঁধে এসে স্বাগত জানিয়ে তাকে গাড়ি থেকে নামায়। এমপি সাহেব প্রথমেই মঞ্চে না উঠে দর্শক সারিতে বাচ্চাদের সাথে কিছু সময় বসেন। এমপি তার বক্তৃতায় বলেন, সকলের উদ্যেশে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি আপনাদের শিশুদের মানুষের মত মানুষ করার দায়িত্ব নিলাম।”

অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ধারাবাহিকভাবে নিজ নির্বাচনী এলাকার ২০টি ইউনিয়নে এটি বাস্তবায়ন করবেন বলে জানান এমপি জগলুল হায়দার। এই মানবিক কর্মসূচিটিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে প্রত্যেক এলাকার বিত্তবানদের নিজ নিজ উদ্যোগে এগিয়ে আসার অনুরোধ জানান মাননীয় সাংসদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজন সরকার উপজেলা ভূমি অফিসার, সৈয়দ মান্নান আলী অফিসার ইনচার্জ শ্যামনগর থানা, আব্দুস ছাত্তার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, প্রভাষক মোশারাফ হোসেন, প্রভাষক জুলফিকার আল-মেহেদি লিটন, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল্ল্যাহসহ এলাকার গণযমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোহেল রানা,নুরনগর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক।