নলতা প্রতিনিধি: কালিঞ্জের নলতায় দরবেশ আলী মেমোরিয়াল ক্যাডেট স্কুলে জাকজমকপূর্ণভাবে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গনে এ সমাবেশ হয়। অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ ও কর্তৃপক্ষ বলেন, যেহেতু অত্র প্রতিষ্ঠানটি প্লে গ্র“প থেকে সেহেতু শিশুদেরকে বিনোদনের মাধ্যমে শিক্ষা দান করতে হবে। বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় গড়ে তুলতে হবে। তাদেরকে পাঠ্যগত বিদ্যায় সীমাবদ্ধ রাখা যাবে না। লেখাপড়ার পাশাপাশি শিশুকাল থেকেই তাদেরকে বাইরের পরিবেশ সম্পর্কে ধারনা থাকতে হবে। স্কুল কর্তৃপক্ষ আরো বলেন, স্কুলের শিশুদের জন্য এখন থেকে নিয়মিতভাবে ছবি অংকন, ক্রীড়া, সংগীত শিক্ষার ব্যবস্থা, আবৃত্তি, কম্পিউটার, মাল্টিমিডিয়া ক্লাস সহ বিনোদন মূলক শিক্ষার ব্যবস্থা করা হবে। হযরত খানবাহাদুর আহছানউল্লা (রহঃ) এবং আদর্শবাদ শিক্ষক মরহুম দরবেশ আলীর নামে প্রতিষ্ঠিত স্কুলটি ২০১০ সাল থেকে সুনামের সাথে চলে আসছে। এজন্য ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল ভাল করে, স্কুলের নিজস্ব ক্যাম্পাসে মনোরম পরিবেশে, তাদেরকে যুগোপযোগি করে গড়ে তুলতে সকল কার্যক্রম আরো গুরুত্বের সাথে করা হবে। নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান। দরবেশ আলী মেমোরিয়াল ক্যাডেট স্কুলের অধ্যক্ষ খান আলাউদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার অমল কুমার রায়, নবরাগ সাংস্কৃতিক একাডেমির পরিচালক ও স্কুলের বর্তমান পরিচালক সোহরাব হোসেন সবুজ, পরিচালনা কমিটির সদস্য দিপক পাল প্রমুখ এবং অভিভাবকদের মধ্যে মহাদেব, অরুণ কুমার বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন আব্দুল কাইয়ুম, গীতাপাঠ করেন তাপস পাল। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ শাহিনুর রহমান, শিক্ষক রাশিদা বানু, আবু ফরহাদ, শাহানারা পারভীন, শিউলি সরকার, তাপস পাল, শেফালি আরেফিন, আব্দুল কাইয়ুম খান, রাজু রায় সহ ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।