কালিগঞ্জ

কালিগঞ্জে দুই দিনের ব্যবধানে সাপের কামড়ে বাবা ও ছেলের মৃত্যু

By Daily Satkhira

August 26, 2016

আসাদুজ্জামানঃ সাতক্ষীরার কালিগঞ্জে দুই দিনের ব্যবধানে সাপের কামড়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীকলা গ্রামে। বুধবার গভীর রাতে ছেলে আমিরুল ইসলাম নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয়। এর দুই দিন আগে একইভাবে তার বাবা আনার গাজীরও মৃত্যু হয়েছে। আমিরুল কালিগঞ্জ উপজেলার শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় আমিরুল বুধবার রাতের খাওয়া দাওয়া শেষে তার নিজ বাড়িতে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাকে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। এতে তার মৃত্যু হয়। তারা আরো জানান, ঠিক এর দুই দিন আগে একইভাবে তার বাবা আনাার গাজীরও মৃত্যু হয়েছে। এদিকে, বাবা-ছেলের মৃত্যুতে গোটা কালিগঞ্জ উপজেলাব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল হক এ ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।