প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের গৌরবোজ্জল বাম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর সাতক্ষীরা পুরাতন আইনজীবী ভবনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রমৈত্রীর সভাপতি প্রণয় সরকার। জেলা ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক দেবাশিস সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য সাতক্ষীরা জর্জ কোর্টের অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলু, জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য আব্দুল জলিল মোড়ল, শ্রমিক ফেডারেশন জেলা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বিশ্বনাথ কয়াল, জেলা ছাত্রমৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক দেবাশিষ মন্ডল, জেলা ছাত্রমৈত্রীর সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পলাশ দাশ, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন, জেলা ছাত্রমৈত্রীর বতর্মান সম্পাদক মন্ডলীর সদস্য সাকিব মোড়ল, আনন্দ সরকার, ব্রজগোপাল সরকার, বেলাল হোসেন, হেলাল খান। এছাড়াও উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় ছাত্রমৈত্রীর নেতারা কুষ্ঠিয়ায় ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জানান। এর আগে শহীদ জুবায়ের চৌধুরী রীমুর স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।