আন্তর্জাতিক

ইরাকে সালফার প্ল্যান্টে আইএস’র আগুন, গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ বহু লোক

By Daily Satkhira

October 23, 2016

ডেস্ক রিপোর্ট: ইরাকে মসুল পুনর্দখলের জন্য লড়াইয়ের সময়, কাইয়ারাতে একটি সালফার প্ল্যান্টে ইসলামিক স্টেটের যোদ্ধারা আগুন লাগিয়ে দিলে তা থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় শত শত লোক অসুস্থ হয়ে পড়েছে। অন্তত দুজন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে বলে একজন ইরাকি কমান্ডার জানিয়েছেন। মার্কিন সৈন্যরা বলছে, খবর অনুযায়ী এ সপ্তাহের প্রথম দিকে ইরাকে বাহিনীর অগ্রযাত্রার মুখে পালিয়ে যাবার সময় কারখানাটিতে আগুন দেয় আইএস। এর পরে বাতাসে ভেসে সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে। রয়টার বলছে, প্রায় এক হাজার লোক শ্বাসপ্রশ্বাসের সমস্যায়আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শনিবার মসুলের কাছে একটি ঘাঁটিতে মার্কিন সৈন্যরাও এ জন্য গ্যাস মুখোশ পরে থাকে। কাইয়ারাতে যেখানে এ কারখানাটি – সেখানে এই মসুল অভিযানে ইরাকি বাহিনীকে সহায়তার জন্য একটি কেন্দ্র গড়ে তুলেছে মার্কিন সেনাবাহিনী।