সাতক্ষীরা

সিম্ফোনি মোবাইল প্লাস এর উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

By Daily Satkhira

December 07, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : মানবতার সেবায় সিম্ফোনি মোবাইল প্লাস এর উদ্যোগে সাতক্ষীরায় অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের মোবাইল প্লাস এর সামনে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. আলহাজ¦ আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, সিম্ফোনি মোবাইল প্লাস এর স্বত্বাধিকারী ও মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সৈয়দ জয়নুল আবেদীন জসি, কাজী কামরুজ্জামান প্রমুখ। এসময় ২ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদেকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।