প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ সাজ্জাদুর রহমান। তিনি সাতক্ষীরা জেলার বিদায়ী পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন এর স্থলাভিষিক্ত হলেন। পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান ২১তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। ২০০৩ সালে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করে সিলেট, নীলফামারী ও ময়মনসিংহ জেলায় সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া গমন করেন। অত:পর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি মাগুরা জেলায় ০১ বছর ০৩ মাস এবং নারায়ণগঞ্জ জেলায় ০৩ বছরের অধিককাল কর্মরত ছিলেন। তিনি ২০১৫ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করে ডিএমপি ঢাকার ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি)-তে উপ-পুলিশ কমিশনার(পশ্চিম) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ব র্ণাঢ্য শিক্ষা জীবনে তিনি ১৯৯০ সালে এসএসসি ও ১৯৯২ সালে এইচএসসি-তে যশোর শিক্ষা বোর্ড এর মেধা তালিকায় স্থান করে নেন। অত:পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজ কল্যান বিষয়ে স্নাতক (২য় শ্রেণিতে ১ম স্থান) এবং স্নাতকোত্তর (১ম শ্রেণিতে ৫ম স্থান) ডিগ্রী অর্জন করেন। সেখানে তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাকলাস গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং ০২ পুত্র ও ০১ কন্যা সন্তানের জনক। পুলিশ সুপার হিসেবে সাতক্ষীরা জেলায় তার দায়িত্ব পালনে তিনি সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।