কালিগঞ্জ

কালিগঞ্জে রোকেয়া দিবস পালিত

By Daily Satkhira

December 08, 2017

কালিগঞ্জ ডেস্ক : কালিগঞ্জে বেগম রোকেয়া দিবস ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৭ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা অফিসার্স ক্লাবে শ্রেষ্ঠ জয়িতাদের সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা খাদ্য উন্নয়ন কর্মকর্তা মাহফুজ আলম প্রমুখ। ২০১৭ সালের শ্রেষ্ঠ জয়িতারা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী নারী জয়িতা মথুরেশপুর ইউনিয়নের নিজদেবপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী আছমা খাতুন।শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারী কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রামের নিত্যানন্দ সরকারের স্ত্রী কণিকা সরকার।সফল জননী নারী হলেন মৌতলা ইউনিয়নের পূর্ব মৌতলা গ্রামের শেখ কহিনুরের স্ত্রী রৌউফা বেগম। নির্যাতনের বিভাষিকা মুছে ফেলে নতুন উদ্দ্যেমে জীবন আরম্ভ করলেন যে নারী মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী জেবুন্নেছা খাতুন। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী ধলবাড়ি ইউনিয়নের দাড়িয়ালা গ্রামের শুভাষ চন্দ্র মন্ডলের স্ত্রী শিখা রানী মন্ডল। এসময় পাঁচজন শ্রেষ্ট জয়িতার মাঝে সন্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।