প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ২৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। বিপিএলের চলতি আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলে এ রেকর্ড গড়েছেন এই অল-রাউন্ডার। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সব লিগ খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল, বিগ ব্যাশ টি-টোয়েন্টিসহ সব ধরনের টুর্নামেন্টে দেখা মিলেছে সাকিবের। টি-টোয়েন্টিতে ২৫০ ম্যাচ খেলে ২০.৭৯ গড়ে রান করেছেন ৩৯৩১; অর্ধশতক রয়েছে ১৪টি। ব্যাট হাতের পাশাপাশি বল হাতেও সফল এই অভিজ্ঞ অল-রাউন্ডার। ২৫০ ম্যাচে উইকেট সংখ্যা ২৮৯টি; সেরা বোলিং ফিগার ৬/৬।
চলতি বিপিএলে ১১ ম্যাচে ২৫ গড়ে ১৭৬ রান করেছেন। ১৯ উইকেট নিয়ে উইকেট শিকারের তালিকায় সবার উপরে রয়েছেন সাকিব। বাংলাদেশের হয়ে সাকিবের পরে সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। ১৫৬ ম্যাচে ২৩ গড়ে ২৬৭৪ রান করেছেন এই ব্যাটসম্যান; অর্ধশতক রয়েছে ১০টি। ১৫৬ ম্যাচে উইকেট সংখ্যা ৭৬টি।
মাহমুদউল্লাহ রিয়াদের পরেই রয়েছেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১৫৩ ম্যাচে ৩০ গড়ে রান করেছেন ৩৫০৭; অর্ধশতক রয়েছে ২৯টি এবং সেঞ্চুরি রয়েছে ২টি। তামিমের পরেই চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ১৪০ ম্যাচে ২৫ গড়ে রান করেছেন ২৫৪৩; অর্ধশতক রয়েছে ১৩টি। ব্যাটিংয়ের পাশাপাশি স্ট্যাম্পের পেছনেও সফল মুশফিক। ১৪০ ম্যাচে ডিসমিসাল সংখ্যা ১১৩।