আশাশুনি

বাল্য বিবাহ প্রতিরোধ ও মাতৃ মৃত্যুহার কমাতে সাতক্ষীরায় সংসদ সচিবালয়ের সেমিনার

By Daily Satkhira

December 08, 2017

নিজস্ব প্রতিবেদক : আগামী ৯ ডিসেম্বর নলতা অডিটোরিয়ামে এবং ১০ ডিসেম্বর আশাশুনি উপজেলা এতিমখানা শিশুদের কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে বাল্য বিবাহ দূর করে মাতৃ মৃত্যুর হার কমানোর জন্য স্থানীয় পরামর্শ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট এলাকার স্থনীয় সরকারের জনপ্রতিনিধি বিভিন্ন ইউপি চেয়ারম্যানও সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (আইপিএ) আ.ই.ম. গোলাম কিবরিয়া। স্বাগত বক্তব্য রাখবেন, প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ। মূল বক্তব্য উপস্থাপন করবেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দীন, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম ও সংশ্লিষ্ট উপজেলা চয়ারম্যানগণ।