আশাশুনি

আশাশুনিতে একই সময়ে ৩ কলেজ ছাত্রীর বিষপান

By daily satkhira

October 23, 2016

মইনুল ইসলাম: আশাশুনি মহিলা কলেজের ৩ ছাত্রী একসাথে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। তারা ৩ জনই কলেজ হোষ্টেলে অবস্থান করতো। ঘটনাটি এলাকার ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। উপজেলার খাসেরবাদ গ্রামের হরিপদ সরকারের কন্যা সুবর্ণা, বলাবাড়িয়া গ্রামের স্বপন মন্ডলের কন্যা মৌসুমী ও গাইয়াখারী গ্রামের সাধনের কন্যা শিল্পী শুক্রবার বিকাল ৫ টার দিকে কলেজের হোষ্টেল থেকে কলেজের ৩য় তলায় গিয়ে একসাথে বিষপান করে। তাদের এক সাথে বিষ পানের কারন জানা না গেলেও এলাকায় নানা ধরনের গুনজন সৃষ্টি হয়েছে। একটি সূত্রে জানাগেছে তারা ইঁদুর মারা ওষুধ কোমল পারীয় টাইগারের সাথে মিশিয়ে খেয়েছিল। বিষয়টি জানাজানির পর বিকালেই তাদেরকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসার (ওয়াশসহ) পর তারা জীবনে রক্ষা পায়। তাদের প্রত্যেকে স্ব স্ব বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। মহিলা কলেজের অধ্যাক্ষের কাছে মুঠো ফোনে ঘটনাটি জানতে চাইলে তিনি বলেন, ফোনে আমি কিছু বলব না। কিছু জানতে চাইলে সামনে আসতে হবে। আশাশুনি হাসপাতালের ডাঃ সুদীপ্ত মন্ডল সাংবাদিকদের জানান, তারা ইঁদুরমারা ঔষধ পান করেছিল। এখন তারা শংকামুক্ত।