জাতীয়

ফায়ার সার্ভিসসহ রাজধানীর কয়েক লাখ টেলিফোন নম্বর বিকল

By Daily Satkhira

December 08, 2017

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষসহ রাজধানীর বিভিন্ন স্থানের কয়েক লাখ টেলিফোন নম্বর বিকল হয়ে পড়েছে। সিটি করপোরেশনের সংস্কার কাজের মধ্যে বৃহস্পতিবার রাতে টেলিফোনের ওই ‘কোর কেবল’ কাটা পড়ে। ফলে শুক্রবার সকাল থেকেই এ অচল অবস্থার সৃষ্টি হয়।

ফলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে কেউ যোগাযোগ করতে পারছেন না। ফায়ার কন্ট্রোল রুমের থেকে জানানো হয়েছে যেকোনো জরুরি প্রয়োজনে ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৭১৩০৩৮১৮২ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করা যাবে।

বৃহস্পতিবার রাতে মগবাজার এলাকায় রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএলের ‘কোর কেবল’ কাটা পড়ে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ।