কলারোয়া

কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৩

By Daily Satkhira

December 08, 2017

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজা প্রাপ্ত এক আসামি ও দু’জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ এর নির্দেশনায় কলারোয়া থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনাকালে ওই ব্যক্তিরা আটক হয়। থানা সূত্র জানায়, থানা এলাকায় অভিযান পরিচালনাকালে এএসআই রসিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সিআর মামলা নং-১৫২/১৪(কলাঃ) এর এক বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার পানিকাউরিয়া গ্রামের মৃত আবু সালেক মল্লিকের ছেলে মনিরুজ্জামান মল্লিককে বৃহস্পতিবার তার বাড়ি থেকে আটক করেন।

এদিকে, থানার এসআই রইচ উদ্দীন এর নেতৃত্বে এএসআই আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ কলারোয়ার ভাদিয়ালি গ্রামের মাওলানা শাহিনুর রহমান এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাদক ব্যবসায়ী মোশারফ হোসেন (৩২) কে ২০ পুরিয়া গাঁজাসহ আটক করেন। আটক হওয়া ব্যক্তি ভাদিয়ালি গ্রামের মৃত আঃ সামাদ এর ছেলে। অপরদিকে, বুধবার রাত ৯টার দিকে থানার এসআই সোলায়মান আক্কাস এর নেতৃত্বে এএসআই আঃ হালিম সঙ্গীয় ফোর্সসহ কলারোয়া পৌরসভার তুলশীডাঙ্গা গ্রামের হযরত আলী গাজীর স্ত্রী মোছাঃ মালেকা বেগম (৪০) কে তার বাড়ির সমানে মাদক বিক্রয়কালে ১০ পুরিয়া গাঁজা সহ আটক করেন। আটককৃতদের শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ।