সাতক্ষীরা

মধ্যম আয়ের দেশে পরিণত করতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে হবে -নজরুল ইসলাম

By Daily Satkhira

December 08, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে গরু প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে শহরের কাটিয়াস্থ শাহী মসজিদের সামনে রোটাঃ এনছান বাহার বুলবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে গরু তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘দারিদ্রতা সমাজের অভিশাপ। আমাদের চার পাশে যে সব হতদরিদ্র মানুষ আছে তাদের পাশে দাড়ানো প্রত্যেক বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দেশকে মধ্যম আয়ের দেশে পরিইত করতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে হবে। রোটারী ক্লাব অব সাতক্ষীরা তার জন্মলগ্ন থেকে আত্ম মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।’ এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে দুঃস্থ ও অসহায় ৮টি পরিবারকে আয় বৃদ্ধিমূলক প্রকল্পে সুদমুক্ত অর্থ ঋণ সহায়তা প্রদানের লক্ষ্যে মাল্টি ডিস্ট্রিক কমব্যাট হাঙ্গার প্রজেক্টের আওতায় গৃহীত এক বছরে পরিশোধ যোগ্য ঋণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রোটাঃ সেক্রেটারি এড. শাহনওয়াজ পারভীন মিলি, রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ পিপি বিশ^নাথ ঘোষ এমডি,রোটাঃ পিপি প্রফেসর ভূধর সরকার, রোটাঃ আক্তারুজ্জামান কাজল, রোটাঃ কামরুজ্জামান রাসেল, রোটাঃ শফিউল ইসলাম শফি, রোটাঃ মাহবুবার রহমান, রোটাঃ এমদাদ হোসেন, রোটাঃ হাছিবুর রহমান, রোটাঃ মনিরুজ্জামান টিটু ও রোটাঃ আশরাফুল করিম ধনি, রোটাঃ নুর ইসলাম ঢালীসহ রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাঃ সদস্যরা।