বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সারা দেশে শনি ও রবিবার থেমে থেমে বৃষ্টি ঝরবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সোমবার আকাশ পরিষ্কার হয়ে উঠতে পারে।
ঢাকা আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ রুহুল আমিন বিষয়টি জানিয়ে বলেন, এখন যে শীত অনুভূত হচ্ছে সেটি মূলত বৃষ্টির কারণে। তবে নিম্নচাপ সরে গেলে মধ্য ডিসেম্বরের পর থেকে এমনিতেই শীতের প্রকোপ একটু বাড়বে।
এ দিকে মধ্য পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম এলাকায় গভীর নিম্নচাপের কারণে দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।