ফিচার

নৌ মন্ত্রণালয়ের ভা. সচিব আব্দুস সামাদের ভোমরা স্থলবন্দর পরিদর্শন

By Daily Satkhira

December 09, 2017

নিজস্ব প্রতিবেদক : নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আব্দুস সামাদ ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে তিনি ভোমরা স্থল বন্দরের জিরো পয়েন্ট, কাস্টস্রে কার্যালয় ও বন্দর কর্তৃপক্ষের কার্যালয়সহ ইয়ার্ড, স্কেল রোড-আনলোড এলাকা ঘুরে দেখেন।

পরে তিনি বন্দর কর্তৃপক্ষের কার্যালয়ের সম্মেলন কক্ষে কাস্টমস কর্মকর্তাবৃন্দ, বন্দর কর্তৃপক্ষের অফিসারবৃন্দ, সিএন্ডএফ কর্মকর্তা ও আমদানিকারক ওরপ্তানিকারকদের সাথে ভোমরা বন্দরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় সমস্যা ও সম্ভাবনার উপর বক্তব্য রাখেনে, কাস্টমসের পক্ষে ভোমরা স্থল বন্দরের সহকারী কমিশনার মোঃ রেজাউল হক, বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক আব্দুল জলিল, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম। সচিব পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোমরা বন্দরের সমস্যা ও সম্ভাবনার দিক ঘুরে দেখে সন্তাষ প্রকাশ করে বলেন, আমদানি-রপ্তানির গতি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রাস্তা ও ব্রিজ সংস্কারসহ নতুন ট্রাক টার্মিনাল নির্মাণের লক্ষ্যে জমি অধিগ্রহণের ব্যবস্থা নেয়া হবে।