কালিগঞ্জ

বাল্যবিবাহ নিরোধ কার্যক্রমে তৃণমূল পর্যায়ের সম্পৃক্ততা ও দক্ষতা উন্নয়নে কর্মশালা

By Daily Satkhira

December 09, 2017

তোষিকে কাইফু/তরিকুল ইসলাম লাভলু : বাল্য বিবাহ সমাজের নিরব ঘাতক। স্বাস্থ্যর উন্নতি, পরিবার, সমাজ তথা দেশের উন্নয়নে সবার আগে বাল্যবিবাহ নিরোধ করা জরুরী। এজন্য প্রয়োজন দেশের প্রতিটি গ্রামে-গ্রামে কমিটি গঠন করে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে নতুন প্রজন্মকে এ বিষয়ে সচেতন করে গড়ে তুলতে হবে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সংসদ ও ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাল্যবিবাহ নিরোধ কার্যক্রম তৃণমূল পর্যায়ে সম্পৃক্ততা ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সচিবালয়ের অতিরিক্ত সচিব আইইএম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইন্টার পার্লামেন্টরি ইউনিয়ন হেল্থ এ্যাডভাইসরি গ্রুপের প্রেসিডেন্ট সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত এমপি, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস. এম জগলুল হায়দার, সাতক্ষীরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, মোঃ মোস্তাক গাওছুল হক (বিপিএস), প্রফেসর বায়োজিদ খুরশিদ রিয়াজ(পরিচালক নিক্সন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশনেত্রী শেখ হাসিনার সরকার নারী শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে বাল্য বিবাহকে রোধ করে দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণে দেশকে উন্নতশীল দেশে উন্নত করার স্বপ্ন দেখেন। এজন্য তিনি বাল্যবিবাহ নিরোধ কার্যক্রমে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ ও দক্ষতা উন্নয়নে নারীদের এগিয়ে আশার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা আরোও বলেন, বাল্য বিয়ে সমাজের নিরব ঘাতক, বাল্য বিয়ে দিলে গর্ভধারনে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু উভয় সংকট দেখা দেয়, শিশু ও মা দু’জনেই পুষ্টিহীনতায় ভোগে। আর পুষ্টিহীন শিশু সমাজ ও দেশের জন্য ক্ষতি ও দেশের উন্নয়নের প্রতি বাঁধা। স্বাস্থ্যও উন্নতি, পরিবার, সমাজসহ দেশের উন্নয়নে সবার আগে বাল্যবিবাহ নিরোধ করা জরুরী। এজন্য দেশের প্রতিটি গ্রামে বাল্য বিবাহ নিরোধে নতুন প্রজন্মকে এ বিষয়ে সচেতন করে গড়ে তুলতে হবে। কর্মশালায় মুক্ত আলোচনায় বক্তারা বাল্য বিবাহ রোধে করণীয় বিভিন্ন পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ রোধে করনীয় শীর্ষক এক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদেরও মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা সিভিল সার্জন তওহীদুর রহমান, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যন আলহাজ্জ শেখ ওয়াহেদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দীন হাসান, সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মীর্জা সালাউদ্দীন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য এস.এম আসাদুর রহমান সেলিম ও শাহানাজ পারভীন মিলি, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ, ইমামবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ ও সুধীবৃন্দ।