বালানকে দেখা হয়েছে ঢের। বলিউড ছবি কিংবা টেলি পর্দার এ নায়িকাকে এবার সামনাসামনি দেখার মওকা আসছে ঢাকার দর্শকের জন্য। আর তা ঘটতে যাচ্ছে ১৯ জানুয়ারি।
বিনোদনভিত্তিক স্যাটেলাইট টিভি চ্যানেল হ্যাপিনেস-এর উদ্বোধনে তিনি ঢাকায় পা দেবেন। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানটির প্রধান আকর্ষণ তিনি। এটি হবে ধানমন্ডির আবাহনী মাঠে। বিষয়টি জানিয়েছেন চ্যানেলটির চেয়ারম্যান জহিরুল ইসলাম মিন্টু। বেশ কিছুদিন ধরেই টিভিটির কারিগরি প্রস্তুতি চলছিল। শনিবার (৯ ডিসেম্বর ) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এ তথ্য দেন তিনি। জহিরুল ইসলাম মিন্টু বলেন, ‘অত্যন্ত জমকালোভাবে এটি করতে চাই। তাই ১৯ জানুয়ারি ধানমন্ডির আবাহনী মাঠটি আমরা বেছে নিয়েছি।’ তিনি জানান, শুধু বিদ্যাই নন, অনুষ্ঠানে কলকাতার গায়ক নচিকেতা ও অভিনেত্রী শুভশ্রীসহ আরও অনেকে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, বিদ্যা বালান বলিউড চলচ্চিত্রে প্রতিষ্ঠার পাশাপাশি বাংলা, তামিল, মালয়ালম ও হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তরুণ বয়সেই চলচ্চিত্রের সাথে তার সম্পৃক্ততা ঘটে এবং ১৯৯৫ সালে ‘হাম পাঞ্চ হিন্দি সাইটকম’-এর মাধ্যমে তার আগমন। ‘‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘কাহানি’খ্যাত এ তারকা ২০১৪ সালে ভারত সরকার কর্তৃক দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক পেয়েছেন। বর্তমানে তিনি দেশটির সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনেরও (সেন্সর বোর্ড) সদস্য।