শ্যামনগর

শ্যামনগরে রাতারাতি গড়ে উঠছে ভুঁইফোড় অবৈধ ক্লিনিক

By Daily Satkhira

December 10, 2017

শ্যামনগর থেকে : সাতক্ষীরার শ্যামনগরে একের পর এক গড়ে উঠছে ভুঁইফোড় ক্লিনিক। যেখানে নেই কোন এম বি বি এস ডাক্তার। গ্রাম্য ডাক্তারদের জোটগতভাবে উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠছে ক্লিনিকগুলো। এ যেনো চিকিৎসার নামে মানুষ ঠকানোর হলি খেলা। সুচিকিৎসার নামে অসুস্থ মানুষদের জবাই করে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে। অথচ প্রসাশানিক ভাবে কোন আইনগত ব্যবস্থা নেই। এসকল ক্লিনিক ব্যবসায়ী নামধারী প্রতারকদের অবৈধ ক্লিনিকের প্রাথমিক লাইসেন্স দেওয়া নিয়ে উঠেছে নানা গুঞ্জন। একটি ক্লিনিক বৈধভাবে চলতে গেলে তার প্রথম শর্ত হলো স্বাথ্যসম্মত একটি বিল্ডিং ও উন্নত মানের যন্ত্রপাতি থাকা সহ সার্বক্ষণিক একজন এম বি বি এস ডাক্তার ও প্রশিক্ষণপ্রাপ্ত দুই জন নার্স থাকতে হবে। অথচ রাতারাতি গড়ে ওঠা ওই সকল ক্লিনিক গুলোর উপরের কোন টাই নেই। তথ্যানুসন্ধানে দেখা গেছে, শ্যামনগর উপজেলার প্রাণকেন্দ্রের বাবলা তলা মোড় সংলগ্ন এলাকায় হঠাৎ করে ক্লিনিকের অনুপযোগী একটি বিল্ডিং ভাড়া নিয়ে কালিগঞ্জের নাইম ক্লিনিকের পরিত্যক্ত কিছু যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয় করে শ্যামনগরের মামুন মাস্টার, গ্রাম্য ডাক্তার আব্দুল আজিজসহ কতিপয় ব্যক্তি ন্যাশনাল হাসপাতাল ডায়াগ্রোনিক সেন্টার নামের একটি ক্লিনিকের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ইতিমধ্যে অবৈধ ক্লিনিক ব্যবসা চালাতে তারা সকল প্রস্তুতি গ্রহন করেছেন। দুই এক দিনের মধ্যেই ওই কসায় খানায় কাটাকটি শুরু হবে। সুন্দরবন উপকুলীয় এলাকার সাধারণ মানুষের একমাত্র ভরসা শ্যামনগর হাসপাতালের ডাক্তার সংকটের কারনে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে তারা। সরকারি হাসপাতালের সার্জনরা তাদের দায়িত্বে অবহেলা করে এসমস্ত ভুঁইফোড় ক্লিনিকে মানুষ ঠকানোর কাজে রীতিমত ব্যস্ত থাকতে দেখা যায়। দীর্ঘ দিন হাসপতালে প্রয়োজনীয় ডাক্তার না থাকার কারণে সাধারণ রোগীরা স্বাস্থ্য সেবা পাচ্ছেনা। দুই একজন ডাক্তার থাকলেও তারাও ক্লিনিক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে। আর এ কারনেও গড়ে ওঠছে একের পর এক অবৈধ ক্লিনিক। বেপরোয়া হয়ে পড়েছে স্বাথ্য সেবা দেয়ার নামে এক শ্রেণির ক্লিনিক প্রতারকরা। শ্যামনগরের সচেতন মহল অবৈধ ক্লিনিক ব্যবসায়ীদের লাগাম টানতে সাতক্ষীরা সিভিল সার্জন ও জেলা প্রসাশনসহ শ্যামনগর উপজেলা প্রসাশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।