শ্যামনগর

শ্যামনগরে বেগম রোকেয়া দিবস পালিত

By Daily Satkhira

December 10, 2017

শ্যামনগর ডেস্ক : ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের একই দিনে তিনি ইন্তেকাল করেন। সে হিসেবে বেগম রোকেয়ার ১৩৭তম জন্মদিন ও ৮৫তম মৃত্যুবার্ষিকী ৯ ডিসেম্বর। নারীমুক্তি আন্দোলন ও নারী জাগরণ বেগবান করার দৃপ্ত শপথে নানা কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশের ন্যায় সাতক্ষীরার শ্যামনগরে শনিবার সকাল ১১ টায় বেগম রোকেয়া দিবস উদযাপন ও জয়িতাদের সম্মামনা প্রদান ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।এ ছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী, অধ্যক্ষ আশেক ই এলাহী, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ সহ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, রাষ্ট্র, সমাজ ও পরিবার ব্যবস্থায় নারীর সমান অধিকারের জন্য বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আমৃত্যু লড়াই করেছেন। মতিচূর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী ইত্যাদি কালজয়ী গ্রন্থে ক্ষুরধার লেখনির মাধ্যমে তিনি ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ও নারীর বন্দিদশার স্বরূপ উন্মোচন করেছেন। এ ছাড়াও বাল্যবিবাহ, যৌতুক ও পণপ্রথাসহ নারীর প্রতি অন্যায় আচরণের বিরুদ্ধে তিনি ছিলেন সচেষ্ট। আলোচনা সভা শেষে সমাজ সেবা সহ বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা প্রাপ্তদের সম্মাননা দেওয়া হয়।