ফিচার

শেষ রক্ষা হলো না জেলা পরিষদের মাহাবুবের! বদলি ঠেকাতে করা রিট খারিজ

By Daily Satkhira

December 10, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পরিষদের বহুল আলোচিত প্রভাবশালী প্রশাসনিক কর্মকর্তা এস.এম মাহাবুবর রহমান বদলি ঠেকাতে হাইকোর্টে রিট করেও তার শেষ রক্ষা হলো না। মহামান্য হাইকোর্ট ডিভশনের বেঞ্চ তার রিটটি খারিজ করে দিয়েছেন। এর ফলে তাকে পূর্বের বদলির অর্ডার বহাল থাকছে এবং তাকে বদলিকৃত কর্মস্থলে যেতে হচ্ছে। এদিকে, রবিবার বিকালে সাতক্ষীরা জজ কোর্টের নোটিশ জারিকারক নোটিশটি নিয়ে জেলা পরিষদে গেলে নোটিশ জারীকারককে আটকে রেখে নোটিশটি ভূয়া বলে আখ্যায়িত করেন বিতর্কিত প্রশাসনিক কর্মকর্তা মাহবুব। এসময় মাহবুবুর রহমান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলামকে বলেন, স্যার দেখেন নোটিশটি ভূয়া। এতে হাইকোর্ট বেঞ্চের সিলসহি নেই। এব্যাপারে জেলা পরিষদের এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক জানান, জেলা পরিষদের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পরিচালিত হচ্ছে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে মুক্তিযোদ্ধা চেয়ারম্যান স. ম আব্দুর রউফ কমপ্লেক্স ও এতিমাখানা। জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত এসএম মাহবুবুর রহমান একই স্থানে ২৭ বছর কাজ করার সুবাদে পেশি শক্তিকে ব্যবহার করে তিনি তার বাবার নামে এ প্রতিষ্ঠান তৈরি করে জেলা পরিষদ থেকে নেওয়া ও প্রকল্প বরাদ্দ বাবদ কয়েক কোটি টাকা শিক্ষক- কর্মচারিদের বেতন, শিক্ষার্থীদের বোর্ডিং খরচ ও অবকাঠামো উন্নয়নের নামে বেআইনিভাবে এসব টাকা অপচয় করছেন বলে অভিযোগ রয়েছে। ইতিপূর্বেও তার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির তদন্ত সম্পন্ন হয়েছে। চাকরি সংক্রান্ত বিষয়ে নানা অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়েছেন। তিনি শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডেট হয়েও তিনি ষাটলিপিকার থেকে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা। এখানেই শেষ নয় চাকরি সংক্রান্ত বিষয়ে নানা অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়ে সাতক্ষীরা জেলা পরিষদে একটানা ২৭ বছর চাকরি করছেন। তার এ খুটির জোর কোথায়? সচেতন মহলের দাবি ঐ দুর্নীতিবাজ কর্মকর্তাকে আইনের আনতে হবে এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক মামলা হওয়া উচিত।