সাতক্ষীরা

নবজীবন ইন্সটিটিউটটে অভিভাবক সমাবেশ ও বৃত্তি প্রদান

By daily satkhira

October 23, 2016

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা নবজীবন ইন্সটিটিউটে অভিভাবক সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের শহিদ খান বৃত্তি প্রদান ও সংবর্ধনা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় নবজীবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের শহিদ খান বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নবজীবন ইন্সটিটিউট হাটি হাটি পা পা করে সাতক্ষীরার একটি উল্লেখযোগ্য এবং আদর্শ বিদ্যাপিঠে রুপান্তরিত হতে চলেছে। পরিচালনা কমিটির দক্ষতা ও শিক্ষকদের অক্লান্ত  পরিশ্রমের কারনে সেটি সম্ভব হয়েছে। শিশু শ্রেনীর (এঞ্জেল) ছাত্র-ছাত্রীদের জন্য তৈরী করা হয়েছে অত্যাধুনিক খেলার সরঞ্জাম সমৃদ্ধ রুম। যার মাধ্যমে খেলার ছলে কোমলমতি শিশুদের বিশেষ কায়দায় দেওয়া হবে টিচিং। ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠানিক ক্লাশের পাশাপাশি বিনা খরচে ব্যবস্থা করা হয়েছে বিশেষ ক্লাশের। বিগত বছরে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংখ্যাও সন্তোষজনক। প্রতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে নবজীবন ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রীরা পিছিয়ে নেই বিভিন্ন জাতীয় অনুষ্ঠান,বিতর্ক প্রতিযোগিতা, শরীরচর্চ্চা, এমনকি খেলাধুলায়ও। এসকল অর্জনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি অভিভাবকদের আরো দায়িত্বশীল এবং সন্তানদের প্রতি কঠোর নজরদারীর আহব্বান জানান। তিনি বলেন ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার প্রতি আরো উৎসাহী ও মনোযোগী করতে সরকারী বৃত্তির পাশাপাশি প্রতিবছর জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের শহিদ খান বৃত্তি প্রদান করা হয়ে থাকে। নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান অভিভাবকদের বক্তব্য শোনেন এবং প্রতিষ্ঠানিক ও ক্লাশের কোন ত্রুটি থাকলে তা অবিলম্বে নিরসনের আশ্বাষ দেন। অনুষ্ঠানে ২০জন কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে শহিদ খান বৃত্তি সনদ ও নগদ অর্থ বিতরন করা হয়। নবজীবন ইন্সটিটিউটের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান মোল্যার সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম,অভিভাবক আহসান হাবিব, ফাতেমাতুজ জোহরা, কৃতি শিক্ষার্থী মেহজাবিন খান দোলা, আসাদুজ্জামান,ও জান্নাতুল মাওয়া। সহকারী প্রধান শিক্ষক রোকেয়া পারভিন, শেখ মফিজুর রহমান, শেখ বোরহান উদ্দীন,অহিদা বেগম সহ সকল শিক্ষক ,অভিভাবকও শিক্ষাথর্রিা উপস্থিত ছিলেন  ।