সাতক্ষীরা

ঝাউডাঙ্গায় শ্রীকৃষ্ণ’র জন্মাষ্টমী উপলক্ষে শোভা যাত্রা ও আলোচনা সভা

By Daily Satkhira

August 26, 2016

ঝাউডাঙ্গা ডেস্ক : সদর উপজেলার ঝাউডাঙ্গায় ভগবান শ্রীকৃষ্ণ’র ৫২৪৩ তম শুভ আবির্ভাব উপলক্ষে শোভা যাত্রা ও জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ছাত্র যুব ঐক্য পরিষদ, ঝাউডাঙ্গা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ঝাউডাঙ্গা জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্তোষ কুমার ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, জঙ্গী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সকলকে সজাগ হতে হবে। ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, আমরা হিন্দু মুসলমান সবাই মিলে যদি এক সাথে কাজ করি তাহলে জঙ্গিরা কোন ভাবেই মাথা উচু করতে পারবে না। আপনারা নির্ভয়ে নিবির্ঘ্নে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজা পার্বণ পালন করুন। প্রশাসন আপনাদের ধর্ম পালনে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাষ, সাধারণ সম্পাদক বাবু অমরেন্দ্র নাথ ঘোষ, সাতক্ষীরা বীজ ব্যাংক ও প্রস্তাবিত কৃষি হাসপাতালের পরিচালক সাংবাদিক মো. ইয়ারব হোসেন, ছাত্র যুব ঐক্যের ঝাউডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক রাজু ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী সুবীর ঘোষ প্রমুখ।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রধান অতিথি ফিতা কেটে র্যালিটির উদ্বোধন করেন।