সাতক্ষীরা

উপবৃত্তি প্রদানের দাবিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা

By daily satkhira

October 23, 2016

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার এনজিও স্কুল গুলোতে দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তি প্রদানের দাবিতে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সানতলা শিশু শিক্ষাকেন্দ্রের কারিতাস খুলনা অঞ্চলের অধীনে আলোঘর (লাইটহাউজ) প্রকল্পের সহায়তায় ইউরোপিয়ান ইউনিয়ন ও কারিতাস ফ্রান্স এর অর্থায়নে অনুষ্ঠিত  র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আলোঘর প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মি. তাপস হাজরা। প্রধান অতিথি ছিলেন সিডো’র নির্বাহী পরিচাক মি. শ্যামল বিশ্বাস। এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। র‌্যালিটি শানতলা থেকে বের হয়ে কাঁটাল তলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় শানতলা গিয়ে শেষ হয়। পরে আলোচনাসভা অনুষ্ঠিতহয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, কারিতাস আলোঘর প্রকল্পের এডুকেশন সুপার ভাইজার মি. রিচার্ড বিশ্বাস।