কালিগঞ্জ

কালিগঞ্জে এক গৃহবধুর আত্মহত্যা

By Daily Satkhira

December 11, 2017

ভ্যাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকারী গ্রামে শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধু তার স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে সোনাটিকারী গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী ও উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের খাঁন সাইদুজ্জামানের মেয়ে। গৃহবধুর পারিবারিক সূত্রে ও সরেজমিনে জানা যায়, আশরাফুল ইসলমের সাথে পারিবারিকভাবে ২০১২ সালে শারমিনের বিয়ে হয়। কিন্তু গত ১০ই ডিসেম্বর সকাল ৮ দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী ও স্ত্রী মধ্যে বাকবিতন্ডতা হয়। স্বামীর উপর অভিমান করে ওই দিন সকালে সোনাটিকারী শুশুর বাড়িতে তার ১০ মাস বয়সী ছেলে আফতাহি আল হাসানকে রেখে সে সিলিং ফ্যানের সাথে ওড়নার সাহায্যে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে। বিষয়টি তার শুশুর বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে অবস্থার অবনতি দেখে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা গাজী মেডিকেল হাসপাতালে রেফার করে। গাজী মেডিকেলে চিকিৎসারত অবস্থায় ১০ ডিসেম্বর রাত ৯ টার দিকে শারমিনের মৃত্যু হয় বলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান। আত্মহত্যার কারণ জানতে চাইলে শারমিনের স্বামী আশরাফুল বলেন, “আমার স্ত্রীর বিভিন্ন রোগ ব্যাধি ছিল এবং তার মাথার সমাস্যা ছিল যার কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।” এবিষয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে প্রথামিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ( মামলা নং -৩১) তারিখ ১১-১২-২০১৭ খ্রিষ্টাব্দ।”