ইতিমধ্যেই ১১তম দেশ হিসাবে টেস্ট খেলিয়ে দেশের সম্মান পেয়ে গেছে আফগানিস্তান। ২০১৯–২০ সালে তারা টেস্ট খেলবে ভারতের বিরুদ্ধেই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতিতে বিসিসিআইয়ের কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী জানান, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার পরে ভারতে আসবে আফগান দল। ওদের স্বাগত জানাচ্ছি। ’
জুনে ক্রিকেট বিশ্বের ১২তম দল হিসেবে গত জুন মাসে আফগানিস্তানের সঙ্গেই টেস্ট খেলিয়ে হিসেবে প্রকাশ করা হয়েছিল আয়ার্ল্যান্ডের নাম। খবরে আফগান ক্রিকেট মহলে খুশির হাওয়া।
আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘ভারতে আইপিএল খেলার পাশাপাশি টেস্ট খেলার ইচ্ছা আমাদের বহুদিন ধরেই ছিল। এবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। মাঠে আমাদের ক্রিকেটাররা সেরাটাই দেবে। লড়াকু ক্রিকেটের জন্য আফগান ক্রিকেটারদের পরিচিতি আছে। আমরা দর্শকদের হতাশ করব না। ’