আশাশুনি

আশাশুনিতে বিনামূল্যে মাল্টিভিটামিন ট্যাবলেট বিতরণ

By Daily Satkhira

December 12, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে দরিদ্র জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে ভিটামিন ‘এ, কৃমিনাশক ও মাল্টিভিটামিন ট্যাবলেট বিতরণ করা হয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির বিশেষ সুপারিশে মঙ্গলবার সকালে উপজেলা আইসিটি অফিস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিটামিন এঞ্জেলস এর সহযোগিতায়, লিড অর্গানাইজেশন পোভার্টি ইরাডিকেশন (পিইপি) এর মাধ্যমে মৌমাছি আশাশুনির বাস্তবায়নে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান ও ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গর্ভকালীন পর্যাপ্ত ওজন বৃদ্ধির জন্য গর্ভকালে যথাযথ পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণে মায়েদের উদ্বুদ্ধকরতে হবে। পূর্ণ গর্ভকাল এবং দুগ্ধদান করার সময়ে পুষ্টিকণা বিশেষত আয়রণ-ফলিক এ্যাসিড গ্রহণ নিশ্চিত করতে হবে। গর্ভকালে কায়িক শ্রম কমানো ও যথাযথ বিশ্রাম নিশ্চত করার জন্য তিনি মায়েদের প্রতি আহবান জানান। সবশেষে সুফলভোগিদের নিয়ে ঔষদের ব্যবহার বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং গর্ভবর্তী মহিলা ও দুগ্ধদানকারী মায়েদের স্বাস্থ্য বিধি সম্পর্কে তথ্য সমৃদ্ধ ধারণা প্রদান করা হয়।