ফিচার

কাটিয়া সার্বজনীন মন্দিরে দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

By Daily Satkhira

December 12, 2017

প্রেস বিজ্ঞপ্তি : ধর্ম যার যার উৎসব সবার। মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রী শ্রী রক্ষাকালী পূজা উপলক্ষে মঙ্গলবার সন্ধায় সাতক্ষীরা শহরের কাটিয়া সার্বজনীন মন্দির পরিচালনা কমিটির (কাটিয়া কর্মকার পাড়া) উদ্যোগে গরিব অসহায় ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী দিনুবন্ধু মিত্রের সহযোগিতায় মন্দির প্রাঙ্গণে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে দুস্থঃদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) হুমায়ুন কবির, জেলা গোয়েন্দা শাখা পুলিশের অফিসার্স ইনচার্জ আলী আহম্মেদ হাশমী, ডি আই ওয়ান মিজানুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ, জেলা জুয়েলারি সমিতির সভাপতি গৌর দত্ত, এ্যাডঃ অনিত মুখার্জী, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সংকর রায় প্রমূখ। অনুষ্ঠানে ২০০ জন অসহায় গরীব দুঃস্থ হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের লোকদের মাঝে শীত বস্ত্র হিসাবে কবম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ সাজাদুর রহমান বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এ ধরনের একটি মহতি অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমরা হিন্দু মুসলিম এক সাথে বিভিন্ন ধর্মের উৎসব উপভোগ করে থাকি। মন্দির কমিটির নেতৃবৃন্দ এই ধারা অব্যহত রাখবে বলে আমি আশা করি। তিনি উপস্থিত সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।