বিনোদন

কলকাতার টিভিতে গাইবেন সাতক্ষীরার রোজবাবু

By Daily Satkhira

December 13, 2017

প্রেস বিজ্ঞপ্তি : ত্রিশ লক্ষ শহিদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিল ১৬ ডিসেম্বর ১৯৭১। স্বাধীনতা সংগ্রামে মহান বিজয়ের ৪৬ বছর পর সেই দিবস উপলক্ষে কলকাতার জনপ্রিয় টিভি চ্যানেল ‘রূপসী বাংলা’ বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত ও অডিও এ্যালবামের বিশিষ্ট সংগীতশিল্পী সাতক্ষীরার কৃতি সন্তান আবু আফ্ফান রোজবাবু’কে সরাসরি সম্প্রচারিত ‘আজি এ প্রভাতে’ দুই ঘন্টার Phono Live অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতারের গান পরিবেশ করার জন্য বিশেষ আমন্ত্রণ জানিয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ১৬ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ৭:৩০ হতে ৯:৩০ পর্যন্ত। ফোন নম্বর : +৯১৩৩৪০৩৪০০৫৪/+৯১৩৩৪০৩৪০০৮৩। সাতক্ষীরা তথা দেশ-বিদেশের সকল মুক্তিযুদ্ধ চেতনায় লালিত ও সংগীতপ্রিয় শ্রোতা-দর্শকবৃন্দকে সবান্ধব ও সপরিবারে অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা। উল্লেখ্য, রোজবাবু’র এ পর্যন্ত ৬টি একক, ১টি রিমেক ও ১৫টি রিমিক্স অডিও ও মিউজিক ভিডিও এ্যালবাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজারজাত হয়েছে।