আশাশুনি

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

By Daily Satkhira

December 13, 2017

মোস্তাফিজুর রহমান : আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্মেলন কক্ষ রঙিন ফানুস উড়িয়ে, কেক কেটে ও আলোচনা সভায় মিলিত হয়। এসময় অনুষ্ঠানকে আনন্দময় করে তোলেন আগত অতিথিবৃন্দ। আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক, সমাজের দর্পণ এবং সাংবাদিকতা একটি মহান পেশা। তাদের লেখনি’র মাধ্যমে জাতি জানতে পারে সত্য ঘটনা। তারা যে ঘটনার প্রতিছবি লেখনি’র মাধ্যমে উপস্থাপন করে থাকেন সেটিকে আমরা বাস্তব হিসাবে ধরে নিয়। সুতরাং সাংবাদিকদের কারও দ্বারা প্রভাবিত না হয়ে , কারো তোষামোদী না করে সঠিক তথ্য তুলে ধরা নৈতিক দায়িত্ব। তিনি আশাশুনি উপজেলার গতিশীল ও সুশৃঙ্খল সাংবাদিক সংগঠন আশাশুনি রিপোর্টার্স ক্লাব সাংবাদিকদের কাছে অবহেলিত আশাশুনি উপজেলার সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরে আরও বেশী লেখালেখি করার আহবান জানান। রিপোর্টার্স ক্লাব সহ-সভাপতি আইয়ুব হোসেন রানা ও নির্বাহী সদস্য প্রভাষক শেখ হেদায়েতুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, শোভনালী ইউপি চেয়ারম্যান ম. মোনায়েম হোসেন, আশাশুনি প্রেসক্লাব উপদেষ্টা একেএম এমদাদুল হক, প্রেসক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমান, আশাশুনি থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি এস আই বিশ্বজিৎ অধিকারী, আশাশুনি রিপোটার্স ক্লাব সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি এস এম আমির হামজা, সাবেক সভাপতি সচ্চিদানন্দদে সদয়, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে হাসান, বড়দল প্রেসক্লাব আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি, ব্যাংদহা আঞ্চলিক প্রেসক্লাব সহ সভাপতি মানিক চন্দ্র বাছাড়, দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাব সহ-সভাপতি প্রভাষক শেখ আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামসহ আশাশুনি প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক এস এম শাহিন আলম ও গীতা পাঠ করেন রিপোর্টার্স ক্লাব যুগ্ম সম্পাদক সুব্রত দাস।