পাটকেলঘাটা

সাতক্ষীরা সরকারি কলেজকে বিতর্ক প্রতিযোগিতায় পরাজিত করে কুমিরা মহিলা কলেজ জয়ী

By Daily Satkhira

December 13, 2017

পাটকেলঘাটা প্রতিনিধি : ‘যুক্তির আলোয় আলোকিত হোক বাংলাদেশ’ শ্লোগানে ড্রীমটার্চ ইন্টারন্যাশনাল এর আয়োজনে ও চিলড্রেনস সোসাইটি বাংলাদেশের ইভেন্ট সহযোগিতায় সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার কুমিরা মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা প্রথম আন্তঃ কলেজ বির্তক প্রতিযোগিতা-২০১৭ এর ফাইনাল পর্ব বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।

কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিঃ শেখ মুজিবুর রহমান সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন, কুমিরা মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফুন আরা জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আছাদুজ্জামান বাবু, জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আব্দুল লতিফ সরদার, ব্যবসায়ী নিজাম উদ্দীন ভূইয়া, প্রভাষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক আছাদুল ইসলাম প্রমূখ।

‘জঙ্গিবাদ নিরসনে প্রশাসন অপেক্ষা জনসেচতনতা শ্রেয়’ বিষয়ের আলোকে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বির্তক প্রতিযোগিতায় বিপক্ষ দল কুমিরা মহিলা ডিগ্রী কলেজ ৭৭.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সাতক্ষীরা সরকারি কলেজ একই বিষয়ের পক্ষে অংশ গ্রহণ করে ৭৭ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়। সাতক্ষীরা সরকারি কলেজের শিমুল হোসেন শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। এ প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপাধ্যক্ষ সেখ সহিদুল ইসলাম। বিচারক ছিলেন, সহকারী অধ্যাপক অলিক পাল, প্রভাষক নাজমুল হক, প্রভাষক মেহেদী হাসান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ড্রীম টার্চ ইন্টাঃ পরিচালক মশরেফুজ্জামান ইমন এবং চিলড্রেন সোসাইটি বাংলাদেশের সভাপতি মেহেদী হাসান মিঠু। অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন, প্রভাষক আলমগীর হোসেন।