কলারোয়া

কলারোয়ায় যুবলীগ নেতা জজ আলীর স্মরণসভা অনুষ্ঠিত

By Daily Satkhira

December 13, 2017

কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় ২০১৩ সালের ১৩ই ডিসেম্বর বিএনপি- জামায়াত- শিবিরের নৃশংস হত্যার শিকার উপজেলার ১নং জয়নগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান জর্জ আলীর ৪র্থ শাহাদাৎ বাষির্কীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে সরসকাটি দাখিল মাদ্রাসার সামনে হত্যাকারীদের ফাঁসির দাবিতে সন্তানহারা মা ও তার বিধবা স্ত্রী, সন্তানসহ হাজারও মানুষ মানববন্ধন করেন।পরে মাদ্রাসা প্রাঙ্গণে ১নং জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিঃ শেখ মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, বিগত ২০১৩ সালে বিএনপি- জামায়াত শিবিরের নৃশংস হামলায় নিহত শহীদ মেহেদী হাসান জর্জ আলীর হত্যাকারীদের এই সরকারের আমলেই বিচারের কার্যক্রম শেষ হবে। যারা দেশকে জঙ্গীবাদ বানিয়ে জর্জ আলীসহ উপজেলার ৪ নেতাকে হত্যা করেছেন তাদের ফাঁসির সকল কাজ শেষ পর্য্যায়ে। হত্যাকারীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। পরে মাদ্রাসা প্রাঙ্গণ ১নং জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু তাপস পালের পরিচালনায় স্মরণসভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব নজরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শ্রভ্র, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব আসাদুজ্জামান বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, জেলা পরিষদ সদস্য আলহাজ্জ্ব শেখ আমজাদ হোসেন, জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আসিফ সাবাজ খান, কলারোয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবলু, সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আলম শফি, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক মইনুল রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা মাস্টার মোতালেব খা, যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শেখ ফিরোজ আহম্মেদ, শফিকুর রহমান মালী, জর্জ আলীর স্ত্রী রিতা খাতুন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি এসএম আবু সাঈদ, উপজেলা তরুনলীগের সভাপতি রিপন হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আব্দুস সালাম প্রমুখ।