বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে চরিত্র ফুটিয়ে তুলতে কত কিছুই না করতে হয় অভিনয়শিল্পীদের। কখনো ওজন কমাতে হয়, কখনো আবার বাড়াতেও হয়। মৌমিতা মৌকে ওজন বাড়াতে হয়েছে। মালেক আফসারি পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবির জন্যই ওজন বাড়ান মৌমিতা। তিনি জানান চরিত্রের প্রয়োজনে ৭ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। আর ওজন বাড়িয়েছেন কিভাকে সেটাই জানিয়েছেন তিনি। মৌমীতা বলেন, ‘আমাকে যখন এই ছবিতে সিলেক্ট করা হয়, তখন পরিচালক মালেক আফসারি স্যার আমাকে ফোন করে বললেন আমাকে আরো মোটা হতে হবে। আমি তো অবাক, আমি এমনিতেই অনেক হেলদি, আরো মোটা হবো মানে কী? পরে স্যারের সাথে আমি দেখা করি, তিনি আমাকে ছবির গল্প ও চরিত্র বুঝিয়ে দেন, তখন দেখি আমার চরিত্রের নাম মুটি। আমাকে তাই আরো মোটা হতে হবে।’ মৌমিতা বলেন, ‘আমি দুই মাস নিয়মিত ফাস্ট ফুড খেয়েছি তিন বেলাতেই, এমনিতেই খাবার খেতে আমার ভালো লাগে, ছবির জন্য আমি আরো খাবার বাড়িয়ে দেই। দুই মাসে আমি আরো সাত কেজি ওজন বাড়িয়েছি।’ নিজের চরিত্র নিয়ে মৌমিতা আরো বলেন, ‘গল্পে আমি একজন ভয়েস আর্টিস্ট, আমি মফঃস্বল শহরে একটি ডিস চ্যানেলের প্রচারের জন্য যে বিজ্ঞাপন তৈরি হয়, আমি সেখানে ভয়েস দেই। সেখানেই পরিচয় হয় ছবির হিরোর সাথে। এর বেশি বলতে চাই না। আশা করি দর্শক হলে গিয়ে ছবিটি দেখবেন।’ এ ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক মালেক আফসারি নিজেই। সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল। ছবিটি প্রযোজনা করেছে জায়েদ খানের সংস্থা জেড কে মুভিজ।