কালিগঞ্জ

কালিগঞ্জে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

By Daily Satkhira

December 14, 2017

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহীম, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার শেখ ওজিহার রহমান, মনির আহম্মেদ, শাহাদৎ হোসেন, মুক্তিযোদ্ধা আহ্ছানুল্লাহ খান, সহকারী শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে খান সেনারা ঢাকার রায়ের বাজারসহ সারাদেশে বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছিল। বেদনাময় শহিদ বুদ্ধিজীবী দিবসের প্রেক্ষাপট নতুন প্রজন্মর মাঝে তুলে ধরার আহবান জানান। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।