কলারোয়া ডেস্ক : কলারোয়া উপজেলা স্কাউটের নতুন কমিটি গঠন এবং অনুমোদন দেয়া হয়েছে। উপজেলার হাইস্কুল ও মাদরাসা প্রধানদের নিয়ে ওই কমিটি গঠন করা হয়। সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষক আক্তারুজ্জামান আকতার স্যারের মৃত্যুতে এবং আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নয়া কমিটি গঠনের প্রয়োজন পড়ে। কমিটি গঠন উপলক্ষ্যে কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বুধবার এক সভার আয়োজন করে মাধ্যমিক শিক্ষা অফিস। ওই সভায় মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। নবগঠিত কমিটিতে পদাধিকার বলে সভাপতি হিসেবে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন, কমিশনার হিসেবে প্রধান শিক্ষক ইউনুছ আলী, স্কাউট সাধারণ সম্পাদক হিসেবে সোনবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান চান্দু সর্ব সম্মতিক্রমে নির্বাচিত হন। কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন- সহ-সভাপতি পদে যথাক্রমে মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কলারোয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমীন, খোরদো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম ও কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ পদে বিএসএইচ সিংগা হাইস্কুলের প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, যুগ্ম সম্পাদক পদে গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওহাব মামুন, গ্রুপ সভাপতি হিসেবে আছেন যথাক্রমে ভাদিয়ালী হাইস্কুলের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আনছার আলী, জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা পারভীন লিলি ও রায়টা সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান।